ট্রাকচাপায় প্রাণ গেল মতলবের এসএসসি পরীক্ষার্থীর

জেঠার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকায় ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী পুষ্প (১৫)। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত পুষ্প চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার পৈলপাড়া গ্রামের কমল পাটোয়ারীর মেয়ে। সে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, তিন দিন আগে মায়ের সঙ্গে দাউদকান্দিতে জেঠা রতন পাটোয়ারীর বাসায় বেড়াতে গিয়েছিল পুষ্প। বুধবার বিকেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজা এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের মা আসমা বেগম আহাজারি করে বলেন, ‘আমার বুকের ধনটা আল্লাহ নিয়ে গেছে। এ বছর মেয়েটা পরীক্ষা দিত। এখন আমি কারে নিয়ে বাঁচব?’

পুষ্পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহআলম গভীর শোক প্রকাশ করে বলেন, ‘পুষ্প আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।’ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোজাহের হোসেনও পুষ্পর অকাল প্রয়াণে আকাশ ভেঙে পড়ার মতো শোকের কথা ব্যক্ত করেন। মেধাবী এই ছাত্রীর মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের মাতম বইছে।

নিজস্ব প্রতিবেদক/
২৯ জানুয়ারি ২০২৬