চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতুন প্রধান (৬৭)শনিবার দুপুর আড়াইটায় মতলবের কলাদীর বাসায় ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি… ইলাইহে রাজেউন) । মুত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনীগ্রাহী রেখে গেছেন।
মৃত্যুর খবর পেয়ে দলীয় নেতাকর্মী এবং সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজন তাকে দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য মতলবের কলাদীর বাসায় ছুটে যান। পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল মতিন প্রধান দীর্ঘদিন যাবৎ ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীনে ছিলেন।
শনিবার বাদ মাগরিব মতলব নিউ হোস্টেল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং বাদ এশা উপাদী তার নিজ গ্রামে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩১ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur