Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের আশরাফ বাবু সাতক্ষিরা জেলায় বিএনপির সদস্য সংগ্রহের দায়িত্বে
আশরাফ

মতলবের আশরাফ বাবু সাতক্ষিরা জেলায় বিএনপির সদস্য সংগ্রহের দায়িত্বে

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই কর্মসূচিকে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে বিভাগীয় পর্যায়ে একটি সমন্বয় টিম গঠন করেছে দলটির হাইকমান্ড।

এই টিমের সদস্য হিসেবে সাতক্ষিরা জেলার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু। বুধবার (২৫ জুন) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি তালিকার মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

প্রাথমিক সদস্য ফরম বিক্রি ও সংগ্রহ কার্যক্রমে মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করে সাংগঠনিক ভিত্তি আরও দৃঢ় করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি। সাতক্ষিরা জেলার কার্যক্রমে আশরাফুর রহমান বাবু তাঁর নেতৃত্বে এই সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হবে, যেখানে বর্তমান ও আগ্রহী সমর্থকদের সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির কাজ চলবে।

বিএনপি সূত্র জানায়, সদস্য সংগ্রহ কার্যক্রমকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন জেলায় উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সাতক্ষীরা এই কার্যক্রমকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নতুন করে উৎসাহ ফিরে এসেছে।

এদিকে দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু বলেন, “দলের প্রতি আমার দায়বদ্ধতা থেকেই আমি এই দায়িত্ব গ্রহণ করেছি। সাতক্ষিরা জেলায় দলকে আরও সুসংগঠিত করতে আমরা সকলে মিলে নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ জুন ২০২৫