Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবের আলোচিত বালুখেকো কাজী মতিনকে জেল হাজতে প্রেরণ
বালুখেকো

মতলবের আলোচিত বালুখেকো কাজী মতিনকে জেল হাজতে প্রেরণ

চাঁদপুরের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারী আলোচিত কাজী মতিন (৪০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) জুয়েল রেজা তাকে গ্রেপ্তার করেন।

কাজী মতিন মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের কাজী আবুল হোসেনের ছেলে। তার বড় ভাই মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মিজানুর রহমান।

জানা যায়, শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সোমবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এসআই (উপ-পরিদর্শক) জুয়েল রেজা তাকে গ্রেপ্তার করে ডিবি অফিস নিয়ে যান। পরে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক মোরশেদুল আলমের আদালতে নিয়ে গেলে তিনি জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কাজী মতিন জিআর-১৪১/২১ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। এছাড়া তার বিরুদ্ধে বহু মামলা রয়েছে। কাজী মিজানুর রহমান ও কাজী মতিন চাঁদপুরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের মূলহোতা। বিভিন্ন সময়ে কোষ্টগার্ড ও নৌ পুলিশ নদীতে অবৈধ ড্রেজার ও শ্রমিক আটক করলেও মূল হোতারা থাকেন ধরাছোঁয়ার বাহিরে। পরে আটককৃতদের ছাড়িয়ে নিতে নৌ থানাসহ বিভিন্নস্থানে তদবির করেন কাজী মতিন। কাজী মতিনকে গ্রেপ্তারের পর জেলা বিএনপির এক সিনিয়র নেতা তাকে ছাড়িয়ে নিতে ও সংবাদপত্রে নিউজ না করার জন্য তোড়জোড় করেন। কাজী মতিন গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি নেমে আসে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ৩০ ডিসেম্বর ২০২৪