চাঁদপুরের মতলব উত্তর থানায় অপহৃত ১০ বছরের শিশু সিফাত উল্লাহ উদ্ধার করে অপহরণকারী গ্রেফতার করেছে মতলব উত্তর থানা পুলিশ। ২৪ জানুয়ারি রোববার সন্ধ্যায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কুমিল্লা জেলাধীন বরুড়া থানার বিজয়পুর গ্রাম হইতে আসামিকেে আটক করা হয়।
জানাজায়,গত ২১ জানুয়ারি মতলব উত্তর থানাধীন ষাটনল দারুল উলূম কাসিমিয়া ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র সিফাত উল্লাহ (১০)কে একই মাদ্রাসার বাবুর্চি মোঃ কেফায়েত উল্লাহ (২৮), পিতা- মৃত মিন্নত আলী, মাতা- জাহেদা বেগম, গ্রাম-বিজয়পুর,দক্ষিণ পাড়া(খাড় বাড়ী),উপজেলা-থানা- বরুড়া, কুমিল্লা বিভিন্ন প্রলোভন দেখাইয়া পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে নিয়া যায়।
উক্ত বিষয়ে সিফাত উল্লাহর পিতা মোঃ আমির হোসেন তাৎক্ষনাত মতলব উত্তর থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।
এরপর মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন মৃধা এর সার্বিক তত্ত্বাবধানে অত্র থানার এসআই মোঃ আব্দুল আউয়াল সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোববার দ্রুত আসামি মোঃ কেফায়েত উল্লাহ(২৮) এর অবস্থান নির্ণয় করে কুমিল্লা জেলাধীন বরুড়া থানার বিজয়পুর গ্রাম হতে আসামিকে গ্রেফতার করে। তাহার হেফাজত হইতে ভিকটিম সিফাত উল্লাহ(১০)কে উদ্ধার করেন।
ঘটনার বিষয়ে আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
নিজস্ব প্রতিবেদক,২৫ জানুয়ারি ২০২১