Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী সম্পন্ন
পাইলট

মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী সম্পন্ন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৭ মে সোমবার বেলা এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি আমজাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গাউসুল আজম পাটোয়ারী, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকার, অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আয়াত আলী,ইংরেজি বিভাগের শিক্ষক মোঃমনির হোসেন। আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া দেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ মে ২০২৫