মতলবকে সিঙ্গাপুর আদলে সাজানো হবে: মায়া চৌধুরী

উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে এবং মতলব উত্তর- মতলব দক্ষিণ উপজেলাকে স্মার্ট মতলব হিসেবে গড়ে তুলতে জনগণকে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম ।

মায়া চৌধুরী বলেন, গত নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন। তাই তো দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত। প্রধানমন্ত্রী আজকে সার া বিশ্বে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে সিকৃতি লাভ করতে সক্ষম হয়েছেন। দেশের এই উন্নয়ন ধারা বাহিকতা বজায় রাখার জন্য আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান জানাচ্ছি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর-২ নির্বাচনী এলাকা মতলব দক্ষিণ উপজেলার আওয়ামী লীগ আয়োজিত মতলব দক্ষিণের সকল কেন্দ্র কমিটি, এবং দলীয় নেতৃবৃন্দের সাথে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেণ, শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশে উন্নয়ন হয়,পদ্মা সেতু, মেট্রো রেল হয়, বঙ্গবন্ধু ট্রানেল এর মতো উন্নয়ন হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাঁদপু-২ আসনটি উপহার দিলে এই বৃহত্তর মতলবকে সিঙ্গাপুর আদলে সাজানো হবে।

উন্নয়ন-অগ্রগতির স্বর্থে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি আরও বলেন, নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক কেন্দ্র কমিটির সদস্যকে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন অবাধ,সুষ্ঠু হবে এতে কোনো সন্দেহ নেই। কাজেই কেন্দ্র কমিটিকে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আনা নিশ্চিত করতে হবে।

মায়া চৌধুরী বলেন, শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ এই ডিজিটাল বাংলাদেশই বদলে দিয়েছে দেশের উন্নয়ন অগ্রগতির গতিপথ। ২০৪১ সালকে সামনে রেখে এখন নতুন চ্যালেঞ্জ স্মার্ট বাংলাদেশ। এই স্মার্ট বাংলাদেশ সহজ করবে মানুষের জীবন যাত্রা এবং হাতের মুঠোয় থাকবে সবকিছু। ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা বঙ্গবন্ধুকন্যা। শেখ হাসিনার হাত ধরেই আসবে সেই রূপকথার মতো দেশ ‘স্মার্ট বাংলাদেশ।
মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী রীগের সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ এম কবির আহমেদ এর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মতলব দক্ষিন উপজেলার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আশফাক হোসেন চৌধুরী মাহি।

এসময় মতলব দক্ষিণ উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন,মতলভ দক্সিণ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জহির সরকার, মতলভ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা আক্তার আঁখি, পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী,সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, উপজেলা স্বেচ্ছঅসেবকলীগের আহবায়ক অ্যাড.শাহ আলম,যুগ্ম-আহবায়ক শ্যামল চন্দ্র দাস,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহিরুল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা গোলাম হায়দার মোল্লা,মতলব উত্তর উপজেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মামুন, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, এসএম নোমান দেওয়ান, নাজমুল হাসান, মুহিবুল হক চৌধুরী সুমিত, যুবলীগ নেতা মোঃ খোরশেদ আলম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন, সদস্য জোবায়ের আহমেদ জনি, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবাইদ হাসান ইহাম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আল-আমীন ফরাজি, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম, জেলা ছাত্রলীগের উপ-অ্যাপায়ন বিষয়ক সম্পাদক মোঃ আফসার উদ্দিন, যুবলীগের সদস্য কামাল দেওয়ান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইব্রাহিম, আলাউদ্দিন, রিপন তালুকদার, সালাউদ্দিন, মমিন, পৌর ছাত্রলীগের সভাপতি কাইয়ুম ফরাজি, শরীফ প্রধানধান, জহিরুল ইসলাম, সাদ্দাম হোসেন, রিপন মিয়াসহ বিৃহস্পতিবার বুধবার সকাল থেকেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন জায়গায় নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ করছেন আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জ্যেষ্ঠ দৌহিত্র (নাতি) আশফাক চৌধুরী মাহি।

তিনি মতলব বাজার ও বরদিয়া আড়ং বাজার এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন। জনসংযোগ কালে তার সাথে যোগ দেন হাজারও মানুষ। এসময় এলাকার মানুষও তাদের আপনজন প্রয়াত সাজেদুল হোসেন দিপু চৌধুরীর জ্যেষ্ঠ পুত্র আশফাক হোসেন মাহি চৌধুরীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত। এসময় আশফাক চৌধুরী মাহি আরও বলেন, আগামী ৭ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে আপনারা সকলে যার যার এলাকার কেন্দ্রে কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফুর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীকে বিজয়ী করে আনবেন। আমরা সবাই এক সাথে কাজ করে চাঁদপুর-২ আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব ইনশাল্লাহ। আর তাহলে আমার বাবা প্রয়াত সাজেদুল হোসেন দিপু চৌধুরীর স্বপ্ন পুরুন হবে।

প্রতিবেদক: খান মোহাম্মদ কামাল, ২২ ডিসেম্বর ২০২৩

Share