Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলন দক্ষিণ নতুন যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসীন
উন্নয়ন

মতলন দক্ষিণ নতুন যুব উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম মহসীন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে আ.ক,ম মহসীন গত ৫ মে যোগদান করেছেন।এর আগে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে অনার্স মাস্টার্স শেষ করে ১৯৯৭ সালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে প্রথম চাকরিতে যোগদান করেন।

এরপর তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি, কবিরহাট, বেগমগঞ্জ হাতিয়া, দোহার উপজেলায় যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে চাকরি করেন। এছাড়া তিনি যুব উন্নয়ন প্রধান কার্যালয় চাকরি করেছেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর কাকড়া গ্রামে। পারিবারিক জীবনে তিনি স্ত্রী,দুই ছেলে এক মেয়ে রয়েছে। মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনে তিনি সামাজিক, রাজনৈতিক,শিক্ষক, সাংবাদিক এবং সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ১১ মে ২০২৫