চাঁদপুরে হাইমচরে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ার।
সোমবার (২০ মার্চ) বেলা ২টায় উপজেলা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদার এর সভা প্রধানে ও মুক্তিযোদ্ধা শাহ আলম পাটওয়ারীর পরিচালনায়
মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেন, মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান। দেশের স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের যে অবদান তা কোন দিন শোধ করা যাবে না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার আমলেই মুক্তিযোদ্ধারা যথাযথ মুল্যায়ন পান। শেখ হাসিনা সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী কয়েক গুন বৃদ্ধি করে মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। তিনি তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে হাইমচরে একটি মুক্তিযোদ্ধা স্মৃতি ভাস্কর্য নির্মাণের প্রতিশ্রুতি দেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মোঃ মঈন উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ আতিকুর রহমান পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ডেপটি কমান্ডার মোঃ হাফেজ আহমদ, জয়দল হোসেন আখন,হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খুরশিদ আলম, ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনিসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ০৯: ১০ পিএম, ২০ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ