সদ্য জনপ্রশাসন পদকপ্রাপ্ত চাঁদপুর রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ হোসেন বলেছেন, ‘পিতা-মাতার অবহেলা ও উদাসীনতা সন্তানের মাদকাসক্তের অন্যতম কারণ। মাদক আমাদের সমাজে এক চরম ব্যাধি। উচ্ছৃঙ্খল ও অনিয়মতান্ত্রিক জীবন যাপন মাদককে ইশারা দেয়।’
বুধবার (২৬ জুলাই) জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে চাঁদপুর সরকারি কলেজের হল রুমে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাদকের কুফল সম্পর্কে তিনি বলেন, ‘মাদকাসক্ত হলে সময় মতো খাওয়া-দাওয়া করা হয় না। টাকা-পয়সার চাহিদা বেড়ে যায়। টাকা না পেলে পিতা-মাতার সাথে খারাপ আচরণ করে। শুরু হয় সংসারে ও সমাজে অশান্তি।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এএসএম দেলওয়ার হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথি বলেন, ‘চাঁদপুরে মাদকের ব্যবহার অনেকটা নিয়ন্ত্রণে। রুট হিসেবে চাঁদপুর ব্যবহার হয়, এজন্য চাঁদপুরে মাদকের ছড়াছড়ি। তবে পুলিশ সুপার চাঁদপুরে মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। মাদক নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা আটক হচ্ছে।’
তিনি আরো বলেন, মাদকের কুফলগুলো যুবসমাজের মাঝে ব্যাপক প্রচার করতে হবে। মাদকের অভিশপ থেকে মুক্তির জন্য আমাদের সকলের কাজ করতে হবে। পরিবারের কেউ যাতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বা ব্যবহারে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে। পারিবারিক বন্ধন শক্তিশালী করা, কাজের ফাঁকে ফাঁকে সন্তানদের সময় দেয়া, নিয়মিত খোঁজ-খবর নেয়া পরিবারের কর্তাব্যক্তিদের দায়িত্ব থাকতে হবে।’
তিনি আরো বলেন, সন্তানের সামনে ধুমপান বা নেশা করা উচিত নয়, ধুমপান বা নেশার উপকরণের ব্যপারে সন্তানের কোন স্বাভাবিক অনুসন্ধিৎসাকে উপযুক্ত ব্যাখ্যা এবং জবাবের মাধ্যমে নিবৃত করা এবং কুফল সম্পর্কে তাকে বুঝানো প্রয়োজন।
শিক্ষক পরিষদের সম্পাদক আলমগীর হোসেন বাহারের পরিচালনায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, কোস্টগার্ড স্টেশন কমান্ডার জামালউদ্দিন, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ওমর ফারুক। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক তাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চাঁদপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্ব প্রফেসর রুহুল আমিন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৯ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তারের নেতৃতে ইলিশ চত্ত্বরে মানববন্ধন শেষে র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ ১০: ৫০ পিএম, ২৬ জুলাই ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur