হাজীগঞ্জ মডেল হাসপিটালের উদ্যোগে ফ্রি-চিকিৎসা সেবা প্রদান

হাজীগঞ্জ মডেল হসপিটাল এর উদ্যোগে স্থানীয় পুরুষ-মহিলাদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি পালনে শোরসাকে অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয়ে সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ফ্রি-চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন পরামর্শ সেবা প্রদান করা করা হয়।

স্বাস্থ্যসেবাসহ পরামর্শে ছিলেন ডা.মো.গোলাম মোস্তফা মজুমদার,ডা.রনি চন্দ্র মজুমদার ও গাইনী বিশেষজ্ঞ ডা.জান্নাত আরা।

অন্যান্যর মধ্যে মডেল হসপিটালের ডিরেক্টর অব ফিন্যান্স মো.শাহ আলম,ডিরেক্টর অব মার্কেটিং এর মো.চিশতী,ডিরেক্টর মো.আবুল কাসেম ভূঁইয়া ও ডিরেক্টর মো.ইউসূফ আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ । এ ফ্রি–ক্যাম্পে প্রায় ২ শতাধিক নারী,পুরুষ ও শিশু-কিশোর-কিশোরীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।

সিনিযর করেসপন্ডেন্ট
১০ সেপ্টেম্বর ২০২৩
এজি

Share