Thursday, 07 May, 2015 12:03:40 PM
চাঁদপুর টাইমস ডট কম:
পণ্যের বিক্রি বাড়াতে মিডিয়াতে বিজ্ঞাপন প্রচার করা হয়। আর এ কাজে ব্যবহার করা হয় সুন্দরী নারী মডেল। যাতে করে মানুষের মনোযোগ টেনে রাখা যায়। কিন্তু পণ্য দেখার থেকে মডেলদের দিকেই দর্শনার্থীদের বেশি আকর্ষণ থাকায় চাকরি হারালো একদল চীনা মডেল।
সম্প্রতি চীনের সাংহাইয়ের রাস্তায় ভিক্ষুক বেশে প্রতিবাদ জানিয়েছেন ওই সব মডেল। এ সময় তাদের শরীরে ছিল ছেঁড়া পোশাক, হাতে ছড়ি, গায়ে কালি-ঝুলি।
এ কারণে ‘সাংহাই অটো শো’তে এবার থাকছে না কোনো আকর্ষণীয় মডেল। এর বদলে ‘অটো শো’তে চকলেট বিতরণ ও পণ্য সম্পর্কে জানাতে নিয়োগ করা হবে কিছু আকর্ষণীয় নির্বাহী।
সাংহাই অটো শো কর্তৃপক্ষের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্থানীয় মডেলরা। এটি তাদের রুটি-রুজিতে হস্তক্ষেপ। তাই এর প্রতিবাদে গত সপ্তাহে সাংহাইয়ের রাস্তায় ভিক্ষা করতে নামেন মডেলরা। এ সময় মডেলদের সাজপোশাকও ছিল ভিক্ষুকের মতো।
চাঁদপুর টাইমস/ডিএইচ/2015