ফেসবুক পেইজ ‘মজা লস’-এর অ্যাডমিন রিফায়েত আহম্মেদ জামিন পেয়েছেন। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক জেসমিন আরা এ আদেশ দেন।
এর আগে গত ১০ ডিসেম্বর ফেসবুকে রাষ্ট্রবিরোধী পোস্ট করায় রেফায়েত আহমেদকে আটক করে র্যাপ। পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়।
দুই দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় জামিন মঞ্জুর করেন। তবে রিফায়েত এখনো মুক্তি পাননি।
নিউজ ডেস্ক।। আপডেট : ০৪:০০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৫, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur