কোনো অনুদানের প্রয়োজন ছিল না। তারপরও মজা করে ৩৩৩ নম্বরে দিয়েছিলেন ফোন। তবে নিরাশ করেননি পৌর মেয়র। তার হাতে তুলে দিয়েছেন ৫০০ টাকার অনুদান।
এমন ঘটনা ঘটেছে হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডে।
ফোন করা ওই নারীর নাম মায়া আক্তার। ২১ জুন সোমবার হাজীগঞ্জ পৌরসভায় এসে পৌর মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপনের হাত থেকে প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ৫০০ টাকা নগদ অর্থ গ্রহণ করেন তিনি।
মায়া আক্তার বলেন, ‘আসলে আমার এই অনুদানের কোনো প্রয়োজন ছিল না। আমি মজা করেই গত বৃহস্পতিবার ৩৩৩ নম্বরে ফোন করে বলি সমস্যায় আছি, সহযোগিতা লাগবে। তার কিছুক্ষণ পরই পৌরসভা থেকে আমাকে ফোন করে ডেকে পাঠায়। তারই পরিপ্রেক্ষিতে আজ মেয়রের কাছ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ টাকা গ্রহণ করি।’
শুধু মায়া আক্তার নন, একই দিন ৩৩৩-এ ফোন করা একই ওয়ার্ডের আরও চারজনকে প্রধানমন্ত্রীর অনুদান হিসেবে তাদের হাতে ৫০০ টাকা করে তুলে দেন মেয়র।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল-আলম লিপন বলেন, ৩৩৩ নম্বরে অনুদানের জন্য ফোন দিয়ে সাহায্য চাওয়া সবাইকে প্রধানমন্ত্রীর অনুদান দিয়ে সহযোগিতা করা হয়েছে। এটা চলমান থাকবে।
চাঁদপুর করেসপন্ডেট,২২ জুন ২০২১