রাজনীতি

‘বাংলা অভিধান থেকে মঙ্গা শব্দটি বিদায় করে দিলাম’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, দেশে এখন আর মঙ্গা নেই। তাই আমরা আনন্দের সঙ্গে বাংলা অভিধান থেকে মঙ্গা শব্দটি বিদায় করে দিলাম। ৮ বছরের মধ্যে দেশে কোনো দরিদ্র থাকবে না। তার মানে এ নয় যে, একেবারে দরিদ্র থাকবে না। কিছু সংখ্যক বৃদ্ধ, বয়স্ক, প্রতিবন্ধি থেকেই যাবে। তবে তাদের কীভাবে কী করা যায়- সে উদ্যোগ নিচ্ছি।

বুধবার (২৯ নভেম্বর ) রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে মঙ্গা নিরসন সমন্বিত উদ্যোগ কর্মসূচির সমাপনি অনুষ্ঠানে এ কথা বলেন।

পিকেএসএফ’র চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ এবং পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম।

নিউজ ডেস্ক ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :১১ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এজি/ এইউ

Share