সারাদেশ

মঙ্গরবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে

সারাদেশে আগামী মঙ্গরবার (২৮ আগস্ট ) থেকে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তা ৩ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। ফলে ২৮ আগস্ট থেকে সারাদেশে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

শনিবার থেকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজও তা বলবৎ রয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সে সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। (বাসস )

বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ২:১০ পিএম,২৬ আগস্ট ২০১৮,শনিবার
এজি

Share