Home / আন্তর্জাতিক / মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল
মক্কা

মক্কা-মদিনায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

আজ (২ মে) ঈদুল ফিতর উদযাপন করছে সৌদি আরবের সর্বস্তরের মানুষ। মক্কা-মদিনায় সকাল থেকেই বিভিন্ন মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন হাজার হাজার মুসল্লি। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

করোনা মহামারির কারণে গত দু বছর ঈদে তেমন একটা আমেজ না থাকলেও এবার সবকিছুই অনেকটা আগের গতিতে ফিরে এসেছে। সৌদি আরবেও আগের মতোই ঈদের নামাজে মুসল্লিদের ঢল চোখে পড়েছে।

মক্কার গ্র্যান্ড মসজিদ বা মসজিদ আল হারামে ঈদের নামাজের ইমামতি করেন ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। অপরদিকে মসজিদে নববীতে ঈদের নামাজ আদায় করেছেন দেশটির ক্রাউন প্রিন্স ও মদিনার গভর্নর মোহাম্মদ বিন সালমান এবং মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল ফয়সাল।

গত শনিবার (৩০ এপ্রিল) দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এবার সৌদিতে ৩০ রোজা পূর্ণ হওয়ার পর ঈদ পালন করছেন সেখানকার মানুষ। অপরদিকে গতকাল (১ মে) চাঁদের দেখা মেলে এবং আজ (২ মে) সেখানে ঈদের আমেজ শুরু হয়েছে।

সৌদির সঙ্গে মিল রেখে একই দিনে ঈদ উদযাপন করে সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলো।

তবে এবার সৌদির আগেই ঈদের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। এই দুটি দেশেও সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এশিয়ার মধ্যে সবার আগে ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সিঙ্গাপুর। ইউরোপের দেশ ফ্রান্সেও ঈদুল ফিতর সোমবার।