সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাতে মক্কায় ওমরা হজ্ব সম্পূর্ণ করেছেন । ওমরা পালন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির কল্যাণের জন্য মোনাজাত করে দোয়া করেন ।
এ সময় প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা সাথে ছিলেন। সফর সঙ্গীর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ব্যবসায়ী নেতা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত গোলাম মসিহ ,জেদ্দা কনসাল জেনারেল এ কে এম শহীদুল করিমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাত ৮.৩০ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে এসে পৌছলে যুবরাজ পিন্স মোহাম্মদ বিন নায়েফ বিন আব্দুল আজিজ আল সৌদ তাকে লাল গালিছা সংর্বধনা জানান।পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে রোববার জেদ্দার সালাম প্যালেসে সৌদি আরবের মহামান্য বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সাথে সাক্ষাত্ করবেন এবং সোমবার মদিনায় মহানবী (সাঃ) এর রওজা মোববারক জিয়ারত শেষে স্বদেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করবেন ।
প্রতিবেদন- সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৭:৪০ পিএম, ৪ জুন ২০১৬, শনিবার
ডিএইচ