ভয়েস টেলিভিশন আইপি নিবন্ধনের অনুমোদন লাভ করায় ওই প্রতিষ্ঠানের কর্ণধার ও চাঁদপুর প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মো. সেলিম খানকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৩ নভেম্বর শনিবার সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়নে প্রেসক্লাব আয়োজিত অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী। সাধারণ সম্পাদক রহিম বাদশার পরিচালনায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী ও শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর ও এএইচএম আহসান উল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক আলম পলাশ, প্রচার সম্পাদক কাদের পলাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ চৌধুরী ইয়াসিন ইকরাম, সাংস্কৃতিক সম্পাদক এ কে আজাদ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক হাসান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তালহা জুবায়ের, প্রেসক্লাব সদস্য শরীফুল ইসলাম, এস এম মোরশেদ সেলিমসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur