চাঁদপুরে কচুয়ায় ৬নং উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ছোট বড় ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ জানুয়ারি শুক্রবার মধ্যরাতে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নানের বাড়িতে ভয়াবহ এ অঅগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এতে নগদ টাকা মালামালসহ অর্ধ কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদে কচুয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে আব্দুল মান্নানের ৩টি ঘর, তার ছেলে ডা.আবু বকর ২টি ঘর ও একই বাড়ির প্রবাসী ফারুক হোসেনের ৩টি ঘরসহ ৮ টি ঘর পুড়ে যায়।
এতে গৃহে থাকা নগদ ১১ লাখ টাকা, ২টি দামী মোটর সাইকেল এবং মূল্যবান আসবাবপত্রসহ প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবী করেন। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে শনিবার দুপুরে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ তেতৈয়া গ্রামে সরেজমিনে ঘটনান্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগিতার আাশ্বাস প্রদান করেন।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,১৬ জানুয়ারি ২০২১