Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই
ভয়াবহ অগ্নিকাণ্ডে

কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের তুলাতলী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তুলাতলী গ্রামের প্রবাসী আলী আক্কাসের ঘর থেকে আগুনের লেলিহান ছড়িয়ে পাশ্ববর্তী খোরশেদ আলম, আলমগীর হোসেনের বসতঘরসহ মোট ৪টি ঘর পুড়ে যায়।

এলাকাবাসী ও কচুয়া ফায়ার সার্ভিস কর্মীর সমন্বয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষনে প্রবাসীর ঘরে থাকা নগদ টাকা, আসাবাবপত্র ও মূল্যবান মালামালসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।

এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্থরা তাদের বাড়িঘর ও মালামাল হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে।

কচুয়া প্রতিনিধি,৫ মে ২০২১