বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে জোরপূর্বক বিএনপি প্রার্থীদের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বিজয়ী প্রার্থীকে পরাজিত করানোর জন্য রিটার্নিং কর্মকর্তাদের ওপর মারাত্মক চাপ তৈরি করা হয়েছে। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি।’
আজ বৃহস্পতিবার গুলশানে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ফখরুল বলেন, নির্বাচন কমিশন তাদের ‘সাংবিধানিক দায়িত্ব’ পালনে চরমভাবে ব্যর্থ। আমরা নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগ দাবি করছি।
তিনি বলেন, পৌর নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। নির্বাচন কমিশন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেনা মোতায়েনে বিএনপির দাবি মানা হয়নি।
তিনি বলেন, ‘বিএনপির ওপর নির্বাচন চাপিয়ে সরকার একদলীয় শাসন কায়েম করেছে। তাদের অধীনে কোনো দিনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, পৌর নির্বাচনই ফের প্রমাণ করল।’
নিউজ ডেস্ক || আপডেট: ০১:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur