নিউজ ডেস্ক :
এক ছোট্র শিশু নির্যাতনের হৃদয় বিদারক ভিডিও , যা দেখলে যেকোন শক্ত হৃদয়ের মানুষও থমকে যাবে। নাম না জানা একটি নিশ্পাপ শিশুর উপর নৃশংস নির্যাতনের ভয়ঙ্কর ভিডিও এটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন মানুষ সজোরে শিশুকে লাথি মারছে , যতবারই সে পড়া ভুল বলছে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারা সত্যিই কষ্টকর, সচেতনতা না থাকলে একটা শিশুর উপর নির্যাতন কতটা ভয়াবহ হতে পারে ভিডিওটিতে সেই চিত্রই ফুটে উঠেছে। আর শিশুর লেখাপড়া কিংবা স্বাভাবিক বৃদ্ধির জন্য এটি কতটুকুই বা সহায়ক, সেই প্রশ্ন থাকল পাঠকদের বিবেকের কাছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে, খোঁজার চেষ্টা চলছে সেই নির্যাতনকারীকে।
ভিডিওটি যতই আগাতে থাকে অসহায় শিশুটির উপর নির্যাতনের মাত্রা ততই বাড়তে থাকে, শেষমেষ শিশুটি গলা টিপে শ্বাসরোধেরও চেষ্টা চলে।
শিশু কিংবা নির্যাতনকারীর ভাষা বোঝা যায়নি ভিডিওটি থেকে , মোবাইলে ধারণ করা ভিডিওটি অনেকটাই ঝাপসা ছিল যার ফলে নির্যাতনকারীর চেহারাও দেখা যায়নি স্পষ্ট করে। তদুপরি ফেসবুকে সবাই শেয়ার করছে নির্যাতনকারীকে চিহ্নিত করার জন্য । তারপরও ভিডিওটি দেখুন সরাসরি।
https://youtu.be/4vbQP3vXunc
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur