Wednesday, May 13, 2015 04:11:26 PM
চাঁদপুর টাইমস ডট কম:
নিউজিল্যান্ডের ওয়েলিংটন নগরের পাশের একটি বনে ২৪ ঘণ্টার জন্য হারিয়ে যাওয়া এক নারী বেঁচে থাকার জন্য ঘৃণ্য, নিকৃষ্টতম একটি অনৈতিক কাণ্ড করতে বাধ্য হয়েছেন। জঙ্গলে আবদ্ধ অবস্থায় পেটে ক্ষুধায় গর্ভে ধারণ করা শিশুর খাবার অর্থ্যাৎ নিজের স্তনের দুধ পান করেছেন। তবে তিনি বলেছেন এটি করেছেন জীবন বাঁচানো তাগিদে। তবে মানুষ জীবন পরি
এছাড়া রাতে ঝড়-বৃষ্টির পর তীব্র ঠাণ্ডা থেকে বাঁচতে গায়ে ধুলাবালি মেখে শরীরের তাপমাত্রা ঠিক রাখার চেষ্টা করেন।
গত রোববার ওয়েলিংটনের দক্ষিণের একটি বনে ২০ কিলোমিটারের কষ্টসাধ্য এক দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে পথ ভুলে বনে হরিয়ে যান সুসান ও’ব্রায়েন নামের ২৯ বছর বয়সী ওই মহিলা। এর ২৪ ঘণ্টা পর গতকাল সোমবার তাকে উদ্ধার করা হয়।
সুসান বনে তার নিঃসঙ্গ রাতযাপনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, রাতে বনে তুমুল ঝড়-বৃষ্টি নামার পর আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে আমি হয়তো আর বাঁচতে পারবো না; মরেই যাব। পুরো রাতটাই আমি প্রার্থনা করে ও পরিবারের কথা ভেবে পার করি।
সুসান জানান, বনে হারিয়ে যাওয়ার সময় তার পরনে শুধু দৌড়ানোর উপযোগী হালকা-পাতলা একটি পোশাক ছিল। ফলে রাতে বৃষ্টির পর তার প্রচ- শীত লাগতে থাকে। এসময় তিনি মাটিতে একটি গর্ত করে সেটার ভেতরে ঢুকে ও গায়ে ধুলাবালি মেখে শরীরের তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করেন। আর নিজের বুকের দুধ পান করে খিদে মেটান। এছাড়া রাতে কোনো আওয়াজ শুনলেই সাহাজ্যের জন্য চিৎকার করতেন।
সুসান বলেন, ‘ইদানিং মা হওয়ায় আমি সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছিলাম। আর এটাই আমার ওই মুহূর্তে বেঁচে থাকার জন্য সবচেয়ে সহায়ক হয়ে ওঠে। আমি নিজের বুকের দুধ খেয়ে শরীরের শক্তি ধরে রাখার চেষ্টা করি।’
সোমবার তাপ নির্ণায়ক সেন্সরযুক্ত একটি হেলিকপ্টার গিয়ে সুসানকে উদ্ধার করে। এরপর স্বামী ও দুই বছরের ছেলে এবং আট মাসের মেয়ের সঙ্গে সুসানের এক আবেগঘন পুনর্মিলন হয়। সূত্র-ওয়েবসাইট
চাঁদপুর টাইমস/ডিএইচ-2015
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur