হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুটি হোটেলসহ ৬৩ মামলা

চাঁদপুরের হাজীগঞ্জে প্রিন্স ও রিজিক হোটেলসহ ৬৩ জনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে মামলা দায়ের করা হয়। ৩ জুলাই শনিবার করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত বিধি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন মামলাগুলো পরিচালনা করেন।

২০ জনকে এক সাথে খাবার পরিবেশনের দায়ে হাজীগঞ্জ পশ্চিম বাজার রিজিক হোটেলে ১০ হাজার ও মধ্যবাজারের প্রিন্স হোটেলে ১০ হাজার টাকা জরিমানা এবং মোসলেকা অনুযায়ী কিছু শর্ত প্রধান করা হয়।

এছাড়া শনিবার সকাল থেকে হাজীগঞ্জ, টোরাগড়, বাকিলা, বলাখাল, রামপুর, বেলঁচো বাজারসহ বেশ কিছু এলাকায় মোট ৬৩ জনকে বিভিন্ন অংকের নগদ অর্থ জরিমানা আদায় করা হয়।

উদ্ধার অভিযানে সহযোগিতা ছিলেন, হাজীগঞ্জ থানার এস আই আ. আলিমসহ পুলিশ পোর্স ও ভিজিবির টিম।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,৩ জুলাই ২০২১

Share