মতলব উত্তর

মতলব উত্তরে আলোঘর প্রকাশনার ভ্রাম্যমাণ বই মেলা সম্পন্ন

চাঁদপুর মতলব উত্তর উপজেলায় তৃণমূল শিক্ষার্থীদের মাঝে সৃজনশীল বই তুলে দেওয়ার লক্ষ্যে সোমবার (২২ মে) ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আলোঘর প্রকাশনার দিনব্যাপি ভ্রাম্যমাণ বই মেলা অনুষ্ঠিত হয়েছে।

এ বই মেলায় শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার বই প্রেমী লোকজন বই মেলায় অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. কামাল হোসেন খান, প্রধান শিক্ষক বেনজির আহম্মেদ, খেলাঘর কার্যক্রমের উর্ধতন ব্যবস্থাপক মো. আনিছুুর রহমান, ব্যবস্থাপক রাকিবুল হাসান, দিশার এলাকা ব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম, আলোঘর ছেংগারচর শাখার ম্যানেজার মো. মাহবুবুর রহমান, ফান্ড রাইজিং অফিসার আব্দুস ছালেক, মার্কেটিং অফিসার হাসনাত মোবারক, তাসলিম আহম্মেদ, রুপম কুমার দেব, ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. সোহরাব হোসেন, মো. বদিউল আলম, সাবেক প্রধান শিক্ষক বোরহান উদ্দিন মোল্লা প্রমূখ।

করেসপন্ডেন্ট, মতলব উত্তর
আপডেট, বাংলাদেশ সময় ০৮ :১১ পিএম, ২২ মে ২০১৭, সোমবার
এইউ

Share