চাঁদপুর

চাঁদপুরে ভ্রাম্যমাণ অভিযানে অর্থদণ্ড আদায়

চাঁদপুরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের অপরাধে ৮ মামলায় অর্থদণ্ড আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৪ এপ্রিল শনিবার সকাল ১০ টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের মিশনরোড, পালবাজার এবং পুরানবাজার নামক স্থানে চাঁদপুর জেলা প্রশাসন ও মডেল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

অভিযানে ৮ মামলায় মোট ৩ হাজার ৯ শ’ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ ছাড়াও দোকানীকে দ্রব্যমূল্য পণ্যে চিরকুট লাগানো বা তালিকা প্রদর্শন, ওজনের মেশিন ক্রেতার নজরের জন্যে উম্মুক্ত স্থানে রাখা ও সঠিক ওজনে পণ্য পরিমাপ করার নির্দেশ দেয়া হয়। একই সাথে স্বাস্থবিধি মেনে চলার জন্য জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রাখতে বলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৪ এপ্রিল ২০২১

Share