শনিবার ৩ ডিসেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন বিশেষ ক্যাম্পেইন ও জরিপ পরিচালনার মাধ্যমে এসব অনিবন্ধিত প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় এনেছে।
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে ৯ ডিসেম্বর আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআরের চেয়ারম্যান আবদুর রহমান খান জানিয়ে ছিলেন, ডিসেম্বরের মধ্যে এক লাখ প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার লক্ষ্য রয়েছে। তবে শেষপর্যন্ত লক্ষ্য ছাড়িয়ে আরও ৩১ হাজার প্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে।
চেয়ারম্যান জানান,অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। বর্তমানে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।
এনবিআর-এর তথ্য অনুযায়ী,শুল্ক,ভ্যাট ও আয়কর থেকে আহরিত রাজস্বের প্রায় ৩৮% আসে ভ্যাট থেকে। ভ্যাটের আওতা বাড়িয়ে এ খাত থেকে উল্লেখযোগ্য রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন,“সবচেয়ে বড় সমস্যা হলো ভ্যাট প্রদানের জন্য যারা দায়ী—প্রধানত ব্যবসায়ীরা—তাদের ভ্যাট নেট এখনও খুব সীমিত। বর্তমানে রেজিস্টার্ড ভ্যাট পেয়ারের সংখ্যা প্রায় ৬ লাখ ৪৪ হাজার,যা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রকৃত সংখ্যা সঙ্গে মিলছে না।”
এনবিআর আরও জানিয়েছে, ভ্যাট নিবন্ধন ও রিটার্ন প্রক্রিয়া সহজ করার জন্য ই-ভ্যাট সিস্টেম চালু করা হয়েছে। এখন ব্যবসায়ীরা ঘরে বসেই অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারেন। পাশাপাশি,অতিরিক্ত পরিশোধিত ভ্যাট স্বয়ংক্রিয়ভাবে সরাসরি ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত নেয়ারও ব্যবস্থা রয়েছে।
জানুয়ারি ৪,২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur