বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের ৫ লাখ ৫৯ হাজার ২০০ ডোজ ভ্যাকসিন দেবে মালয়েশিয়া। এশিয়ার আরেক দেশ লাওসকেও দু’লাখ ৮৩ হাজার ৪শ ডোজ টিকা দেবে কুয়ালালামপুর। বাংলাদেশ ৬ ডিসেম্বরই এ সরবরাহ পাবে। আর লাওস পাবে ৮ ডিসেম্বর।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম দ্য স্টার।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খায়েরি জামালউদ্দিন বলেছেন,৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যার মাত্র ২০ শতাংশ এবং লাওসের জনসংখ্যার ২৪ শতাংশ কোভিডের পূর্ণ ডোজ টিকা পেয়েছে।
খায়েরি বলেন, ‘দু’দেশকে এসব ভ্যাকসিন সরবরাহের পরও মালয়েশিয়ায় প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরীদের টিকাদান কর্মসূচির জন্য পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে। বুস্টার ডোজের জন্য উপযুক্তদের জন্য সেটিরও মজুদ রয়েছে।’
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রত্যাশা, তাদের সরবরাহকৃত ভ্যাকসিন কোভিড মহামারির বিস্তার রোধ করতে এবং নিজ নিজ দেশে টিকা দেওয়ার হার বাড়াতে বাংলাদেশ ও লাওসের সরকারের প্রচেষ্টাকে সহায়তা করবে।
মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘কম টিকা দেওয়ার হার রেকর্ড করা দেশগুলোকে চিহ্নিত করে তাদের সহায়তা দেওয়া অব্যাহত রাখবে কুয়ালালামপুর।’
তিনি বলেন, ‘ইতোপূর্বে জাপান, যুক্তরাষ্ট্র, চীন এবং যুক্তরাজ্যের কাছ থেকে ২৯ লাখ ১৩ হাজার ৭৯০ ডোজ ভ্যাকসিন পেয়েছে মালয়েশিয়া।এটি এখানে টিকাদানের হার বাড়াতে সাহায্য করেছে। এখন মালয়েশিয়াও অন্যান্য দেশের প্রয়োজনে তাদের জন্য একইভাবে কাজ করবে।’
বার্তা কক্ষ ,
৮ ডিসেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur