Home / জাতীয় / এক কোটি ভ্যাকসিন হাতে আছে : স্বাস্থ্যমন্ত্রী
zahid-malek-...-.
ফাইল ছবি

এক কোটি ভ্যাকসিন হাতে আছে : স্বাস্থ্যমন্ত্রী

বর্তমানে এক কোটি ভ্যাকসিন হাতে আছে। আগস্টে মজুতের পরিমাণ বেড়ে ২ কোটি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার ২৪ জুলাই বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘সরকার বিভিন্ন সংস্থা থেকে ২১ কোটি ভ্যাকসিন আনার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। যথা সময়ে সব ভ্যাকসিন পেলে ৮০ শতাংশ মানুষ ভ্যাকসিনের আওতায় চলে আসবে। সবাইকে টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। চিন থেকে চলতি সপ্তাহে (আগামি ২৬ অথবা ২৭ জুলাই) সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসবে।’

এসময় বেসরকারি হাসপাতালগুলোতে কোভিড রোগীদের জন্য আরও শয্যা বাড়ানোর আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন,‘জীবনবাজি রেখে স্বাস্থ্যবিভাগের কর্মীরা কাজ গেলেও অযাচিত সমালোচনা হচ্ছে। যা খুবই দুঃখজনক। বিশ্বের কোথাও এমন হয়নি। পরিবেশ বিপর্যয়সহ বিভিন্ন খাতে দুর্নীতি ও অনিয়ম হলেও কোনো কথা হয় না।’

বার্তা কক্ষ , ২৫ জুলাই ২০২১
এজি