এক কোটি ১৪ লাখের বেশি ভ্যাকসিন দেয়া সম্পন্ন

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এখন পর্যন্ত ভ্যাকসিন দেয়া হয়েছে এক কোটি ১৪ লাখ ৯০ হাজার ৭৩৯ ডোজ। এগুলো দেয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি কোভিশিল্ড,চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

সোমবার ১৯ জুলাই স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানান যায়। এদিন মোট টিকা দেয়া হয়েছে এক লাখ ৮১ হাজার ৫৪২ ডোজ।

এখন পর্যন্ত দেশে এক কোটি ২ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন এসেছে। সেই অনুযায়ী এখন মাত্র কোভিশিল্ডের ৮১ হাজার ৮৮১ ডোজ ভ্যাকসিন অবশিষ্ট আছে। সোমবার কাউকেই কোভিশিল্ড দেওয়া হয়নি। স্বাস্থ্য অধিদফতর জানায়,এখন পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখ ৯৮ হাজার ৮৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের পাঠানো তথ্য থেকে আরও জানা যায়,প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে সাড়ে ১৪ লাখের মতো মানুষের দ্বিতীয় ডোজ নেওয়া নিয়ে তৈরি হয়েছ সংকট।

এদের সবাইকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকারই দ্বিতীয় ডোজ দিতে হবে। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দু’ কোম্পানির দু’ ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেয়া হয়েছে ১২ জনকে, আর এখন পর্যন্ত দেয়া হয়েছে ৫০ হাজার ১০৪ জনকে।

এছাড়া ১০ লাখ ৫২ হাজার ৯৭৯ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ লাখ ৪৯ হাজার ৬৬০ জনকে আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ৩১৯ জনকে।

মডার্নার টিকা এখন পর্যন্ত দেয়া হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫৩৭ ডোজ, আর আজকে দেওয়া হয়েছে ৫০ হাজার ৯০৪ ডোজ।

এরমধ্যে গতকাল ১২ হাজার ৭৩০ জন গাজীপুরের পোশাক শ্রমিক টিকা গ্রহণ করেছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর। আর এখন পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন এক কোটি ৯ লাখ ৯০ হাজার ৩২২ জন।

বার্তা কক্ষ , ২০ জুলাই ২০২১

Share