কুমিল্লায় পঞ্চম ধাপে ১৩ হাজার ২শ’ডোজ মর্ডানার ভ্যাকসিন এসে পৌছেছে। শনিবার রাতে জেলা ভ্যাকসিন সংরক্ষণাগারে কুমিল্লা জেলা প্রশাসন, পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা এই ভ্যাকসিন কার্টুনগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউল হক, অতিরিক্ত পুলিশ সুপার আফজালুর রহমান জেলা সিভিল সার্জন কার্যালয়ে ম্যাডিকেল অফিসার সৌমেন রায় উপস্থিত ছিলেন।
এর আগে ৯ জুলাই শুক্রবার কুমিল্লায় সিনোফার্মের ৭৮ হাজার ৪শ’ ডোজ ভ্যাকসিন আসে। ভ্যাকসিনগুলো গ্রহণ করেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দীন বাহার, সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আফজল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ সরকার, ডাঃ সৌমেন রায়। সিনোফার্মার ভ্যাকসিনগুলো কুমিল্লা সদর হাসপাতালের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হয়। দু’একদিনের মধ্যে এই ভ্যাকসিন গুলো নিবন্ধনকারীদের মধ্যে দেয়া শুরু হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্যবিভাগ।
এসময় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. বাহাউদ্দিন বাহার বলেন, সরকার করোনা প্রতিরোধে বদ্ধ পরিকর। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা হবে। সে লক্ষ্যে কাজ চলছে। তবে সবার ভ্যাকসিন নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহবান জানান এমপি বাহার।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, দেশে যারা নিবন্ধন করেছেন অথচ টিকা গ্রহণ করেননি বা করতে পারেননি পর্যায়ক্রমে সবাইকে টিকা দেয়া হবে। এছাড়াও বিদেশগামীদের টিকা নিশ্চিত করা হবে।
প্রতিবেদকঃজাহাঙ্গীর আলম ইমরুল,১১ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur