করোনা মহামারিতে দেশে আটকে পড়া বিদেশে অধ্যয়নরত বা বিদেশে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা আবারও ভ্যাকসিন নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। আগামীকাল থেকে পুনরায় নিবন্ধনের আবেদন শুরু হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান চাহিদার কারণে ১৬ আগস্ট তারিখে জারি করা পরিপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের আবেদন ১৭ আগস্ট থেকে পুনরায় শুরুর সিদ্ধান্ত হয়েছে। যা আগামি ২৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত চলবে।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, ভিসা (প্রযোজ্য ক্ষেত্রে), বৈদেশিক শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি কনফার্মেশন ডকুমেন্ট/ছাত্রত্ব প্রমাণের সনদ/স্টুডেন্ট আইডি) স্ক্যান করে একটি পিডিএফ বা জিআইপি ফরম্যাটে
vaccine.coronacell@mofa.gov.bd ইমেইলে পাঠাতে হবে। ইমেইল পাশাপাশি বাধ্যতামূলকভাবে
https://forms.gle/KPa33LddmSKFPezd7 এ অ্যাড্রেসে গিয়ে গুগল ফর্ম পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, ১৩ জুলাই জারি করা পরিপত্রের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন নিবন্ধনের আবেদন গ্রহণ শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয়। আবেদন গ্রহণের সময়সীমা ২৭ জুলাই পর্যন্ত বেঁধে দেয়া হলেও শিক্ষার্থীদের প্রয়োজন সাপেক্ষে ও তাদের সুবিধার্থে তা পরবর্তীতে ৩১ তারিখ পর্যন্ত বাড়ানো নয়।
পরে ৩১ জুলাই বিকেল ৫টা হতে আবেদন গ্রহণ বন্ধ করে দেয়া হয়।
বার্তা কক্ষ , ১৮ আগস্ট ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur