ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবের কারণে গত শুক্রবার রাত ১০টা থেকে চাঁদপুর-ঢাকার মধ্যে সকল যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। আবহাওয়া স্বাভাবিক হওয়া কারণে সোমবার ভোর ৬টা থেকে সিডিউল অনুযায়ী চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকাগামী লঞ্চ চলাচল শুরু হয়।
বিআইডাব্লিউটিএ উর্ধ্বতন কর্তৃপক্ষের এই সংক্রান্ত সিদ্ধান্ত শেষে গণমধ্যমে তথ্য প্রেরন করা হয়।
এর আগে গত ৮ নভেম্বর থেকে ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর আশঙ্কায় চাঁদপুর লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ চলাচল করলেও সন্ধ্যা ৭টার পর থেকে বিআইডব্লিউটিএ-এর নির্দেশনায় বন্ধ রাখে।
পর্যায়ক্রমে ৩নং থেকে শুরু করে চাঁদপুর নদী বন্দরকে ৯ নং মহাবিপদ সংকেতের আওতায় থাকায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
প্রতিবেদক : মাজহারুল ইসলাম অনিক, চাঁদপুর ॥