আপনারা নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোট দিতে পারবেন: শেখ ফরিদ আহমেদ মানিক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর পুরাণ বাজার হরিসভা মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আমার শৈশব ও কৈশোরের অনেকটা সময় এই এলাকায় কেটেছে। তাই এই জায়গা ও এখানকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। বিগত নির্বাচনে আপনারা সুস্থভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা নিশ্চিন্তে ও নির্ভয়ে ভোট দিতে পারবেন। কেউ আপনাদের ভয়ভীতি দেখাতে পারবে না। এই সুস্থ নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা দীর্ঘ বছর আন্দোলন-সংগ্রাম করেছি।
তিনি বলেন, এখন প্রযুক্তির মাধ্যমে সহজেই কিউআর কোড ও অ্যাপস ব্যবহার করে ভোটার নম্বর বের করা যাবে। এ বিষয়ে দলের নেতৃবৃন্দ কাজ করছেন, যাতে সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয়।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে নদীপাড়ের জমি বিক্রি না করার জন্য তিনি এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান। এই অঞ্চল ঘিরে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা রয়েছে এবং সেগুলো বাস্তবায়নে কাজ করা হবে। পানির সমস্যাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন—মসজিদের হুজুরদের সরকারি বেতনের ব্যবস্থা করা হবে এবং মন্দিরের পুরোহিতদেরও সরকারি ভাতার আওতায় আনা হবে। তিনি উপস্থিত সবার উদ্দেশে বলেন, একটি সুন্দর দেশ ও সুন্দর শহর গড়তে ধানের শীষে ভোট দিয়ে পাশে থাকার আহ্বান জানান। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্ব এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদে সাধারণ সম্পাদক কার্তিক সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র মালাকার, টুটুল বনিক, অনন্ত চক্রবর্তী, গৌতম সাহা, বিপ্লব দাস কুটি, আশীষ কুমার দেবনাথ, রতন প্রভু। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজীব দাস।
স্টাফ রিপোর্টার/
৩০ জানুয়ারি ২০২৬