Home / শিক্ষাঙ্গন / ডাকসু নির্বাচনে যেভাবে ভোট দেবেন
DU

ডাকসু নির্বাচনে যেভাবে ভোট দেবেন

দীর্ঘ ছয় বছর পর আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলবে।

ওএমআর শিটের মাধ্যমে এ ভোট দেওয়া হবে। ডাকসুর ব্যালট পেপার থাকবে ছয় পৃষ্ঠার,আর হল সংসদের ব্যালট পেপার থাকবে এক পৃষ্ঠার।

মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে ২৮ সদস্যের কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচিত করবেন। এ নির্বাচনে শিক্ষার্থীদের কীভাবে ভোট দিতে হবে, সে বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিডিওতে দেখানো হয়েছে, শিক্ষার্থীদের ৯ সেপ্টেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটার মধ্যে যেকোনো সময় নির্ধারিত ভোটকেন্দ্রে আসতে হবে। এরপর পোলিং অফিসার শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হবেন।

পরিচয় নিশ্চিত করার জন্য প্রথম বর্ষের শিক্ষার্থীরা লাইব্রেরি কার্ড অথবা পে-ইন-স্লিপ প্রদর্শন করবেন। অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হল আইডি কার্ড,বিশ্ববিদ্যালয় আইডি কার্ড অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি কার্ড প্রদর্শন করবেন। পরে শিক্ষার্থীর আঙুলে অমোচনীয় কালির দাগ দেয়া হবে। শিক্ষার্থী ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন এবং পোলিং অফিসারকে ভোটার নম্বর জানাবেন।

এর পরের ধাপ হিসেবে ভোটার ব্যালট নিয়ে গোপন কক্ষে যেতে হবে। সেখানে মোবাইল ফোন অথবা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করা যাবে না। ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম ও নম্বর খুঁজে বের করতে হবে। তারপর প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস চিহ্ন দেবেন শিক্ষার্থী। ঘরের বাইরে ক্রস চিহ্ন দেয়া যাবে না।

সব প্রার্থীকে ভোটদান শেষে নির্ধারিত বাক্সে ব্যালট পেপার জমা দিতে হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুইটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার কোনো ভাঁজ না করে সেগুলো জমা দিতে হবে।

৬ সেপ্টেম্বর ২০২৫
এ জি