ভোটের ফলাফল যা-ই হোক সেটা মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। শনিবার (১ ফেব্রুয়ারি) উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এ কথা জানান।
ভোটের ফলাফল যা-ই হোক তা মেনে নেবেন উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘আমার প্রতিপক্ষ যদি জিতে যান তাহলে গত নয় মাস মেয়র থাকাকালীন আমার যে অভিজ্ঞতা তা তার সাথে শেয়ার করব। আশা করি, উনি হারলেও আমার প্রতি সহযোগিতা অব্যাহত রাখবেন।’
তিনি বলেন, ‘আমি ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ইনশাল্লাহ জয় আমাদের হবেই। কারণ, আমরা যে কাজ করেছি, উন্নয়ন করেছি, ভবিষ্যতেও করব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মার্কা ছিল নৌকা। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে, লাল সবুজ পতাকা দিয়েছে। সেই নৌকার প্রার্থী হিসেবে আমি ভোট করছি। আমি জনগণকে কথা দিচ্ছি, সাধ্যমতো চেষ্টা করব- সবাই মিলে একটি আধুনিক সুস্থ, সচল ঢাকা দেয়ার জন্য।’
ইভিএমে ভোট দিয়ে সন্তোষ প্রকাশ করে আতিকুল ইসলাম বলেন, ‘আমি চেয়েছিলাম, এখানকার প্রথম ভোটটি দিতে। আমি সেটা পেরেছি। প্রথম ভোট দিয়েছি। ভোট দেয়ার সাথে সাথে কনফার্ম হয়েছে বলে জানানো হয়। কোনো কালি লাগেনি হাতে। ব্যাপারটা আমার খুব ভাল লেগেছে।’
এদিকে, কেন্দ্রে ঢুকে শুরুতে কোন বুথে ভোট দেবেন তা খুঁজে পাচ্ছিলেন না আতিকুল ইসলাম। প্রথমে তিনি স্কুল ভবনের চার তলায় উঠে যান। পরে দোতলার একটি কক্ষ এবং তিনতলার ৫ নম্বর কক্ষ ঘুরে আসেন আতিক। এরপর তৃতীয় তলার ৩ নম্বর কক্ষই তার ভোটিং বুথ হিসেবে নিশ্চিত হলে সেখানেই ভোট দেন তিনি।
প্রথমে ইভিএম মেশিনে আঙুলের ছাপ দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করেন আতিকুল ইসলাম। এরপর পাশেই স্থাপিত গোপন বুথে গিয়ে ইভিএম মেশিনের ব্যালট ইউনিট থেকে বোতাম চেপে ভোট দেন আতিক।
অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, জয়ের ব্যাপারে আমি আশাবাদী। জনগণ যে রায় দেবে সেই রায় মেনে নিতে আমি প্রস্তুত।
তিনি বলেন, নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। কারও এজেন্টকে বাধা দেয়া হয়নি। ইভিএম পদ্ধতি সহজ ও আধুনিক।সকাল ৮টায় ধানমন্ডি কামরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তাপস বলেন, আমি সকালেই বেশ কিছু কেন্দ্র পরিদর্শন করেছি। মানুষ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রয়োগ করছেন। কোথাও কোনো অঘটন এখনও ঘটেনি। আশা করছি, সারাদিনই মানুষ শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জনগণ আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে এই আশা করি।
ইভিএম প্রসঙ্গে তাপস বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) খুব সহজভাবেই ভোট দিলাম। এই প্রথম আমি ইভিএমে ভোট দিলাম। কাউন্সিল পদে ধানমন্ডি ১৫ নং ওয়ার্ডের রফিকুল ইসলামকে ঘুড়ি মার্কায় ভোট দিয়েছে।
বিরোধী প্রার্থীরা অভিযোগ করছেন তাদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি- এমন এক প্রশ্নের জবাবে তাপস বলেন, আমি মনে করি তাদের সেই সাংগঠনিক শক্তি, কাঠামো নেই বলেই তারা আমাদের ওপর দোষ চাপাচ্ছে। এটি সম্পূর্ণ অমূলক একটি অভিযোগ।
ঢাকা ব্যুরো চীফ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur