Home / সারাদেশ / ভোট দিয়ে যা বললেন জায়েদা খাতুন
ভোট
সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা

ভোট দিয়ে যা বললেন জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টেবিলঘড়ি প্রতীকের জায়েদা খাতুন বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন ভালোভাবে চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি  ভালো। 

নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। সব ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার সকালে ৩০নং ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো অভিযোগ পায়নি।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জায়েদা খাতুন ভোটকেন্দ্রে আসেন। এ সময় সঙ্গে তার ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমও ছিলেন। দুজনেই এ কেন্দ্রে ভোট দেন। ভোট কক্ষ নং ৪ (মহিলা ) বুথে ভোট দেন জায়েদা খাতুন। আর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভোট কক্ষ নং ১ (পুরুষ ) বুথে ভোট দেন।

টাইমস ডেস্ক/ ২৫ মে ২০২৩