চাঁদপুর

চাঁদপুর পৌর নির্বাচনের ভোট কেন্দ্রে হামলায় যুবক নিহত -ভিডিও

চাঁদপুর পৌর নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে হামলায় যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ১০ অক্টোবর  শনিবার দুপুরে চাঁদপুর শহরের ৮নং ওয়ার্ডের গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে এ যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইয়াছিন (১৮)। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার দলীয় পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ সময় হামলার শিকার আরো প্রায় ১০জন আহত হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষ হয়। এ সময় ইয়াছিনের গলায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করেন। ঢাকা নেওয়ার পথে বাবুরহাট এলাকায় সে মারা যায়।

এদিকে ১০ অক্টোবর,শনিবার সকাল ১১টায় ধানের শীর্ষ প্রার্থী নির্বাচন বর্জন করে বিকেল ৩টায় তিনি সাংবাদিক সম্মেলনের ঘোষণা দেন।

ধানের শীষের প্রার্থী আকতার হোসেন মাঝি জানান,সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়। সরকার দলীয় কর্মীরা ভোট কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ইভিএমের বাটন চেপে ভোট আদায় করেন। এছাড়া বেশ কয়টি ভোট কেন্দ্রে বিএনপি নেতা কর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, ১০ অক্টোবর ২০২০

Share