Home / চাঁদপুর / ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন: পৌর মেয়র
ভোট

ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন: পৌর মেয়র

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিকেলে চাঁদপুর শহরের কদমতলাস্থ স্কাউট ভবনের মিলনায়তনে আর্ট সাইন কর্ণার এর স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেন বেপারীর উদ্যোগে পৌর ১০ নং ওয়ার্ডে ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল।

কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল তাঁর বক্তব্যে বলেন, আর্ট সাইন কর্ণারের স্বত্বাধিকারী মোঃ কামাল হোসেন বেপারীর নিজস্ব উদ্যোগে পৌর ১০ নং ওয়ার্ডে ১ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন। এখন সবার ঘরে ঘরে কম্বল আছে, আমরা চাই এখন আর কম্বল বিতরণ নয়। তাই আয়োজনকারীদের উদ্দেশ্য বলতে চাই, হাজার হাজার মানুষের কম্বল বিতরণ না করে ১০ জন বা ২০ জন করে বিভিন্নভাবে সহযোগিতার মাধ্যমে স্বাবলম্বি করে ভবিষ্যতে উপার্জন করা, যাতে নিজ কর্মের ওপর পরিবার পুনর্বাসন হওয়া। কারো দয়ার উপর ভরসা করে না চলা।

এ সময় তিনি আরো বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ নয় মাসে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ বিজয়ের পূর্নতা লাভ করে। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে লাল-সবুজের পতাকা ও সার্বভৌমত্ব দেশের মর্যাদা পায়। আপনারা সকলে জানেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আপনাদের মূল্যবান ভোট দেবেন, ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। অনেকে আপনাকে বলবে ভোট হবে না ভোট হয়ে গিয়েছে, মারামারি হবে নানা কথা বলবে, গুজবে কান দিবেন না। অত্যন্ত সুন্দর ভাবে ভোট হবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে আমরা সবসময় তার পাশে থাকবো। চাঁদপুরের উন্নয়নে আমরা ডা. দীপু মনির পাশে থাকবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ঝন্টু দাস, পৌর ১০ ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইউনুস শোয়েব, সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মিয়াজী।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য আয়েশা রহমান লিলি, পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ বাবু, পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাপি পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, যুবলীগ নেতা আবুল বারাকাত লিজন, সাখাওয়াত হোসেন পলাশ, মামুন আখন্দ প্রমূখ।

জেলা যুবলীগের সদস্য আঃ গনি গাজীর পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ১০ নং ওয়ার্ডের মানুষের মাঝে ১ হাজার কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১৭ ডিসেম্বর ২০২৩