চাঁদপুর সদর

চাঁদপুরে জাতীয় পার্টির মত বিনিময় সভা

চাঁদপুর শহরের হাজী মহসিনরোডস্থ হান্নান কমপ্লেক্স ভবনে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে চাঁদপুর জেলার সকল উপজেলা,পৌর ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আগামী ২০ অক্টোবর মহাসমাবেশ সফল করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুরের কৃতি সন্তান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন খান বলেন, ‘৬৮ হাজার গ্রামের এমন কোনো গ্রাম নেই। যেখানে পল্লীবন্ধু এরশাদের উন্নয়নের ছোঁয়া লাগেনি। তিনি বলেন এরশাদের শাসনামল এদেশের স্বর্নযুগ ছিল বা উজ্জল ছিলো,এটি জাতীয়পার্টির নেতাকর্মীদের কথা নয়,১৮ কোটি জনগনের কথা । তাই এদেশের জনগন পল্লীবন্ধু এরশাদকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।’

তিনি বলেন,১৯৯০ সালের পরে এদেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিল বেগম খালেদা জিয়া। তিনি সাড়ে ৬ টি বছর পল্লীবন্ধ এরশাদকে অন্ধ কারাগারে রেখেছিলেন। তিনি বলেছিলেন এরশাদ ও জাতীয়পার্টি আর আলোর মূখ দেখবে না। আজ তারা কোথায়? অথচ যারা পল্লীবন্ধু এরশাদকে মেরে ফেলতে চেয়েছিলেন ও জাতীয়পার্টিকে নিঃশেষ করতে চেয়েছিলেন তারা আজ নিজেরাই নিঃশেষ হয়ে যাচ্ছেন। পল্লীবন্ধু এরশাদ এদেশের জনগনের ও দেশের উন্নয়নে দিবারাত্রি ৬৮ হাজার গ্রাম চষে বেড়িয়েছিলেন,হাটু পরিমান পানি দিয়ে বন্যায় সাধারণ জনগনের সাথে মিশে গিয়ে তাদের দুঃখের অংশিদার হয়েছেন। ইসলামকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছিলেন যে কারনে আল্লাহর রহমতে ও জনগনের দোয়ায় আজো এরশাদ বুক ফুলিয়ে দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াচ্ছেন জনগনের সাথে এখনও তার সেই নিবিড় সম্পর্ক বজায় রেখে জাতীয়পার্টিকে শক্তিশালী একটি রাজনৈতিক দল হিসাবে গঠন করেছেন।’

তিনি আরো বলেন, ‘জনগনের ভালোবাসায় আজ জাতীয়পার্টি দেশের শক্তিশালী রাজনৈতিক দলে পরিনত হয়েছে। যে কারনে জাতীয়পার্টির সমর্থন ছাড়া কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারেনা। ইনশাআল্লাহ আগামীতে জাতীয়পার্টি এদেশের জনগনের গোপন রায়ে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন এখন থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে পল্লীবন্ধু এরশাদ ও লাঙ্গল প্রতিককে বিজয়ী করার লক্ষ্যে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। আগামী একাদশ সংসদ নির্বাচনে বিজয়ের প্রথম ধাপ হিসাবে আগামী ২০ অক্টোবর মহাসমাবেশ সফল করতে হবে।’

জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলার জাপা আহাবায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়ার সভা প্রধানে ও জেলা জাপার যুগ্ম আহবায়ক বি.এম নুরুজ্জামানের পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন জেলা জাপার যুগ্ম আহবায়ক ও চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সভাপতি এডঃ আঃ লতিফ শেখ,জেলা জাপার যুগ্ম আহবায়ক প্রফেসার সফিউল আলম শাহজান,শওকত আখন্দ আলমগীর,ফারুক শেঠ, আবুল কালাম আজাদ টুলু,যুব সংহতি কেন্দ্রীয় কমিটির প্রাদেশীক বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম খান,ফরিদগঞ্জ উপজেলা জাপা নেতা আব্দুল আউয়াল মিয়াজি,মাঈনুল ইসলাম মানু,হাজীগঞ্জ উপজেলা জাপা নেতা মীর্জা গিয়াস উদ্দিন,শাহরাস্তি উপজেলা জাপা নেতা আব্দুল মান্নান মোল্লা,চাঁদপুর সদর উপজেলার জাপা নেতা মাওঃ জাকির হোসেন হিরু,চাঁদপুর শহর জাপার সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি,সাধারন সম্পাদক মনিরুল ইসলাম খান,জেলা জাপা নেতা ইব্রাহিম দেওয়ান স্বপন,লিটন ভূইয়া,জেলা স্বেচ্চাসেবক পার্টির আহবায়ক শাহ আলম মিজি,সদস্য সচিব মফিজ বেপারী,জেলা যুব সংহতির আহবায়ক ফেরদৌস খান,সদস্য সচিব নিঝুম পাটওয়ারী জেলা কৃষকপার্টির সভাপতি মমতাজ উদ্দিন মন্টু গাজী,সাধারণ সম্পাদক আবুল হাশেম দর্জি,জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূইয়া,জেলা জাপা নেতা গোলামুন্নবী লিটন,কেন্দ্রীয় ছাত্র সমাজের সাবেক সদস্য নাজমুল গাজী,যুবনেতা হান্নান ঢালী,জেলা ছাত্র সমাজের আহবায়ক সোহরাফ হোসেন মিয়াজী,সদস্য সচিব অভি,যুগ্ম আহবায়ক নাছির খান প্রমূখ।

সভায় জাতীয়পার্টির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আগামী ২০ অক্টোবর চাঁদপুর জেলা থেকে বিশাল শো ডাউন করার স্বিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক
১৭ অক্টোবর,২০১৮

Share