‘একটি পক্ষ-ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করে’
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেছেন, ‘একটি পক্ষ জান্নাতের টিকেট বিক্রয় করছে। বিশেষ করে মা-বোনদের কাছে গিয়ে ভুল ব্যাখ্যা করছে। তাদের কাছ থেকে দূরে থাকবেন। জান্নানত দেয়ার একমাত্র মালিক আল্লাহ। ভোটের বিনিময়ে জান্নাত কেনা-বেচা ভাওতাবাজি ছাড়া আর কিছুই নয়।’
১ ডিসেম্বর সোমবার উপজেলার ৩নং কালচোঁ উওর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে গণংসযোগ ও পথসভা তিনি এসব কথা বলেছেন। সভাপতিত্ব করেন কালচোঁ উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসাইন খোকন।
প্রধান অতিথি বক্তব্যে তিনি আরও বলেন, ‘ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,কোন চাঁদাবাজ,সন্ত্রাসী,দখলদার ও মাদক কারবারির স্থান বিএনপিতে হবেনা। কেউ কেউ বিএনপির বিরুদ্ধে নানান অভিযোগ করছে। কিন্তু কোন অভিযোগই প্রমাণ করতে পারেনি। ৫ আগস্টের পর হাজীগঞ্জে বিএনপির কোন কর্মীর নামে চাঁদাবাজির মামলা হয়নি। বিএনপিতে কোনো চাঁদাবাজ এবং দখলবাজের স্থান নেই।’
৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের সিহিরচোঁ,পিরোজপুর,মহবতপুর,মাড়কী,তারাপাল্লা,রাজাপুরা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভা শেষে বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করা হয়।
ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মানিক মেম্বারের সঞ্চালনায় উক্ত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী,পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ওমর ফারুক টিটু,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন মজুমদার,ইউনিয়ন বিএনপি যুগ্ন আহবায়ক কামাল হোসেন মজুমদার,যুগ্ন আহবায়ক ফখরুল আমিন মজুমদার,যুগ্ম আহবায়ক লিয়াকত আলী মির্জা,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ফয়েজ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ সেলিম খাঁন,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসমাইল প্রধানিয়া,ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক ইকবাল হোসন প্রমুখ।
এসময় স্থানীয় দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। গণসংযোগ ও পথসভায় উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপির, ছাত্রদল,যুবদল নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া-মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোক’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জি. মমিনুল হক’সহ বিএনপির প্রার্থীদের সফলতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
স্টাফ করেসপন্ডেট/
২ ডিসেম্বর ২০২৫