ভোটের দিন মারা গেলেন প্রার্থী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ ডিসেম্বর) ভোরে শিকলবাহা ইউনিয়নের নিজ ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।

মনির উদ্দিন তালুকদার ৮ নম্বর ওয়ার্ডে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালালেও হঠাৎ ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার দিন ভোরে তিনি মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওই কেন্দ্রে আজ সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ।

জানা যায়, মনির উদ্দিন তালুকদার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারপ্রার্থী হয়ে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ভোটের মাঠে প্রচার-প্রচারণা সরব ছিলেন তিনি। ভোটগ্রহণের আগে তার হঠাৎ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর বলেন, শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মনির উদ্দিন তালুকদারের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে তার মৃত্যুতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। তিনি নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share