ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের নির্দেশে তাকে প্রত্যাহার করা হয়।
তবে প্রত্যাহারের আদেশে কোন কারণ দেখানো হয়নি। ধারণা করা হচ্ছে আগামী শনিবার অনুষ্ঠিত শৈলকুপা উপজেলায় ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও একই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অব্যাহত সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও লুটপাটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওসি মহিবুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।
এরই মধ্যে শনিবার সাংঘাতপূর্ণ শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে শুনেছেন।
কিন্তু বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত তিনি কোন চিঠি হাতে পাননি। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন সত্যতা স্বীকার করে জানান, শৈলকুপার ওসি মহিবুল ইসলামেকে প্রত্যাহার করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে কোন কারণ দেখানো হয়নি।
[]জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:০০ পিএম, ৩ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ