ঢাকায় ‘মক ভোটিং’ আজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পরিকল্পনা মাথায় রেখে পুরো প্রক্রিয়ার কার্যকারিতা যাচাই করতে ঢাকায় ‘মক ভোটিং’ আয়োজন করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার ২৯ নভেম্বর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ পরীক্ষামূলক ভোটগ্রহণ। এতে নারী-পুরুষ মিলিয়ে ৫শ ভোটার অংশ নেবেন।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে করতে হলে আগেভাগে বিভিন্ন ধাপের প্রস্তুতি পরখ করা জরুরি। মক ভোটিংয়ের ফলাফল দেখে কেন্দ্র বাড়ানো প্রয়োজন কি না,কোন জায়গায় সমন্বয় দরকার,ভোটকক্ষ বা জনবল বাড়াতে হবে কি না—এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,এ পরীক্ষামূলক ভোটগ্রহণে অংশ নেবেন সিনিয়র ভোটার,বস্তিবাসী,শিক্ষার্থী,হিজড়া সম্প্রদায়ের সদস্য, বন্ধী ব্যক্তিসহ নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রকল্পের ভোটাররা।
মক ভোটিং পরিচালনায় রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকবেন ঢাকার আঞ্চলিক কর্মকর্তা;তার সঙ্গে থাকবেন দু’জন সহকারী রিটার্নিং কর্মকর্তা। ইসির নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে ছয়জন প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করবেন। পাঁচটি কেন্দ্রে ১০ জন পোলিং অফিসার এবং ২০ জন কর্মকর্তা পোলিং এজেন্ট হিসেবে কাজ করবেন।
পর্যবেক্ষণে বিদেশি সংস্থা হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস। দেশি পর্যবেক্ষক হিসেবে অংশ নেবে বিবি আছিয়া ফাউন্ডেশন ও বিয়ান মনি সোসাইটি।
২৯ নভেম্বর ২০২৫
এ জি