চাঁদপুরে ভোটার ২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ : কেন্দ্র ৭০৬, কক্ষ ৪,২৬০ : প্রার্থী ২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে চাঁদপুরে শুরু হয়েছে ভোটের উত্তাপ। হাট-বাজার থেকে শুরু করে চায়ের দোকন পর্যন্ত চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। থেমে নেই নানামুখি বিশ্লেষণ,কারা কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন। নির্বাচন কমিশনও নির্ধারিত রোটিন ওয়ার্ক বাস্তবায়ন করে চলছে। ইদানিং নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে।
চাঁদপুর জেলায় ৮টি উপজেলা,৭টি পৌরসভা,৮৯টি ইউনিযন ও ১হাজার ৩শ ৬৫টি গ্রাম নিয়ে গঠিত হলেও জাতীয় সংসদের আসন ৫ টি।
২৬০,কচুয়া-১ (কচুয়ায়) আসনে, ২৬১,চাঁদপুর-২(মতলব দক্ষিণ ও মতলব- উত্তরে),
২৬২,চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচরে), ২৬৩, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জে) এবং ২৬৪, চাঁদপুর-৫ আসনে (হাজীগঞ্জ-শাহরাস্তি)। কেন্দ্র-৭শ ৬টি এবং কক্ষের সংখ্যা ৪ হাজার ২শ ৬০ টি।
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চাঁদপুর জেলার ভোটার সংখ্যা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সর্বশেষ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার। এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন।
জেলার ৮ উপজেলায় সংসদীয় আসন ৫টি আসনের বর্তমান ভোটার সংখ্যা
চাঁদপুর- ১ (কচুয়া ও পৌরসভাসহ): এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ৪শ ৯২জন। এর মধে নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ২শ ১৮ জন এবং পুরুষ ভোটার সংখ্যা -১ লাখ ৮৪ হাজার ৫শ ৬৫ জন। কেন্দ্র ১শ ১০ টি এবং কক্ষ ৬শ ৩৬ টি। চাঁদপুর-১ কচুয়া ৪ জন প্রার্থী।
চাঁদপুর- ২ (মতলব দক্ষিণ ও মতলব উত্তর,ছেঙ্গারচর ও মতলব পৌরসভাসহ) এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬৯ জন। এর মধে নারী ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫শ ৭৮ জন এবং পুরুষ ভোটার সংখ্যা -২ লাখ ৬৫ হাজার ৪শ ৮৯ জন। কেন্দ্র ১শ ৫৫টি এবং কক্ষ ৯শ ১৮টি। চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) ৫ জন।
চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর ও পৌরসভাসহ):এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৪৬ হাজার ৩শ ৩০ জন। এর মধে নারী ভোটার ২ লাখ ৬৩ হাজার ৬শ ৪২ জন এবং পুরুষ ভোটার সংখ্যা-২ লাখ ৮২ হাজার ৭শ ৬ জন। কেন্দ্র ১শ ৬৫টি এবং কক্ষ ৯শ ৯৪ টি। চাঁদপুর-৩ (সদর-হাইমচর) সংসদীয় আসন ৮ জন প্রার্থী। আপীল করে ২-১ জন প্রার্থী বাড়তে পারে।
চাঁদপুর -৪ (ফরিদগঞ্জ ও পৌরসভা):এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬শ ৩১ জন। এর মধে নারী ভোটার ১ লাখ ৯২ হাজার ২৬ জন এবং পুরুষ ভোটার সংখ্যা-২ লাখ ৮ হাজার ৬শ ৪ জন। কেন্দ্র ১শ ১৮টি এবং কক্ষ ৭শ ৩৭টি। চাঁদপুর-৪(ফরিদগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-পৌর সভা ও শাহরাস্তি-পৌরসভা) এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ২৬ হাজার ৭শ ১৩ জন । এর মধ্যে হাজীগঞ্জের পৌরসভাসহ ভোটারসহ নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৮শ ৩০ জন এবং শাহরাস্তি পৌরসভাসহ ভোটার পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ২ শ ৮০ জন। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ৭ জন রয়েছে।
আ ব দু ল গ নি
৭ জা নু য়া রি ২ ০ ২ ৬
এ জি
বি.দ্র : চাঁদপুরের ৫ আসনের নির্বাচন সংক্রান্ত সকল তথ্য -উপাত্ত জানার জন্যে -সবার আগে চাঁদপুর টাইমস অনলাইন পোর্টালটি দেখতে আমাদের সাথেই থাকুন।