হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ ১৫ জানুয়ারি

হালনাগাদ ভোটার তালিকার খসড়া আগামী ১৫ জানুয়ারি প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার ১২ ডিসেম্বর সব থানা নির্বাচন কর্মকর্তাকে পাঠানো ইসির এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবার ২ জানুয়ারি খসড়া প্রকাশ হলেও এবার ১৩ দিন পেছাচ্ছে।

ইসির সহকারী সচিব মো.মোশাররফ হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়,উপজেলা বা থানা নির্বাচন অফিসাররা আগামি ১৫ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবেন। তা বিধি মোতাবেক প্রকাশ করা হয়েছে মর্মে প্রত্যয়ন করবেন।

এ বছরের ২০ মে থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন। মোট চারটি ধাপে এ কার্যক্রম চলে। বাড়ি বাড়ি গিয়ে এ তথ্য সংগ্রহ করা হয়।

২০১৯ সালের পর তিন সপ্তাহ ধরে প্রতিটি বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে এ বছর ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়। নতুন ভোটারদের অন্তর্ভুক্তি, মৃতদের বাদ দেয়া ও স্থান পরিবর্তনকারীদের স্থানান্তর প্রক্রিয়া নিবন্ধন করা করা হয়েছে। যারা ২০০৭ সালের ১ জানুয়ারির আগে জন্মগ্রহণ করেছেন ও ভোটার হওয়ার যোগ্য তাদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

১৩ ডিসেম্বর ২০২২
এজি

Share