ভোটগ্রহণ অফিসারগণের প্রশিক্ষণ ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি

আ ব দু ল গ নি

আগামি ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একইসঙ্গে ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

চাঁদপুরের ৫টি আসনে গণভোট ও ভোট গ্রহণের জন্যে কেন্দ্রে ১ জন করে প্রিজাইডিং অফিসার,প্রতিটি কেন্দ্রে ১ জন করে সহকারী প্রিজাইডিং অফিসার ও ২ জন করে পোলিং অফিসার,প্রিজাইডিং অফিসারের ১ জন গানম্যান, ৫ জন পুলিশ ও ১০ আনসার-ভিডিপি সদস্য-সদস্যা,২ জন গ্রাম-পুলিশ ১৮ জন একটি কেন্দ্রে ভোট গ্রহণ কাজে নিয়োজিত থাকবেন।

সে মোতাবেক ৭শ৬ জন প্রিজাইডিং অফিসার,৪ হাজার ২শ ৬০ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১২ হাজার ৭শ ৮ জন পোলিং অফিসার, পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য থাকবে। এ ছাড়াও নির্বাচন চলাকালে স্ট্্রাইকিং ফোর্স ও বিজিবি ও সেনাবাহিনী টহল থাকবে। আরো থাকবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ।

চাঁদপুর নির্বাচন অফিস কর্র্তৃক দেয়া তথ্য মতে- চাঁদপুর সদরে ৩টি,হাজীগঞ্জে ২টি ,শাহরাস্তিতে ২টি, হাইমচরে ১টি,কচুয়ায় ২টি, মতলব দক্ষিণে -১ টি, মতলব উত্তরে ২টি এবং ফরিদগঞ্জে ৩টি ব্যাচে ঐ নির্বাচনি প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রতিটি প্রশিক্ষণে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারগণ ও জেলা নির্বাচন কমিশনার উপস্থিত থেকে সরকারি নিদের্শনা সম্পর্কে প্রিজাইডিং অফিসার,সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারগণের এ প্রশিক্ষণে উপস্থিত থাকবেন।

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে চাঁদপুর জেলার ভোটার সংখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী- সর্বশেষ হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকায় জেলার ৫ আসনে ভোটার সংখ্যা-২৩ লাখ ৩১ হাজার ২শ ৩৫ জন। এদের প্রায় অর্ধেকই মহিলা ভোটার।

এদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১১ লাখ ২৯ হাজার ৮শ ৭৪ জন। পুরুষ ভোটার ১২ লাখ ১ হাজার ৬শ ৪৪ জন। জেলায় হিজড়া ভোটার মাত্র ১১ জন। প্রার্থী ২৮ জন। কেন্দ্র ৭শ ৬ এবং কক্ষ ৪ হাজার ২শ ৬০টি।

প্রতি ৬শ পুরুষ ভোটারের জন্যে ১টি কক্ষ এবং প্রতি ৫শ জন মহিলা ভোটারের জন্যে ১টি মহিলা কক্ষ থাকবে। সারাদেশে ৪২ হাজার ৭শ ৬৬ টি কেন্দ্র,২ লাখ ৪৪ হাজার ৬শ ৪৯টি কক্ষ থাকবে।

ফলে ৪২ হাজার ৭ শ ৬৬ জন প্রিজাইডিং অফিসার,২ লাখ ৪৪ হাজার ৬শ ৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৮৯ হাজার ২শ ৯৮ জন পোলিং অফিসারকে অনুরুপ দেশব্যাপি এ প্রশিক্ষণ দেয়া হবে।

২ ১ জা নু য়া রি ২ ০ ২ ৬
এ জি