Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ভোটগ্রহণে সবাই সততার সাথে দায়িত্ব পালন করবেন: ডিসি

ভোটগ্রহণে সবাই সততার সাথে দায়িত্ব পালন করবেন: ডিসি

চাঁদপুরের মতলব সরকারি ডিগ্রি কলেজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

জেলা প্রশাসক ও জেলা  রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার। বক্তব্যে তিনি প্রশিক্ষণ গ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের উপর যে দায়িত্ব দেয়া হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ। ভোটগ্রহণে সবাই সততার সাথে দায়িত্ব পালন করবেন।কোন প্রকারের অনিয়ম, দুর্নীতি সহ্য করা হবে না। 

গণতান্ত্রিক প্রক্রিয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। গণভোট গণতান্ত্রিক প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা ও নিষ্ঠার ওপরই নির্বাচনের সার্থকতা নির্ভর করে। সকলকে নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার প্রথম দিন আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মতলব সরকারি কলেজ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায়  তিনি উক্ত কথাগুলো বলেন।

২ দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম সরকার। পরে উপজেলা নির্বাচন অফিসের উদ্যেগে প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক, উপজেলা নির্বাচন অফিসার চয়ন চন্দ্র সরকার। এ সময় উপস্থিত ছিলেন মতলব সেনা ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন ইবতেশাম। 

উল্লেখ্য,প্রশিক্ষণে চাঁদপুর-২ আসনে মতলব দক্ষিণ উপজেলার ৫৭ টি কেন্দ্রের জন্য নিয়োগকৃত ৬০জন প্রিজাইডিং, ৪শ ২জন সহকারী প্রিজাইডিং ও ৮শ ৪জন পোলিং অফিসারগন এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২৪ জানুয়ারি ২০২৬