সারাদেশ

‘অনেক খরচ করেছি, আমার কিসসু হবে না’

২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন গার্মেন্টসে আগুন লেগে মারা যান ১১২ জন শ্রমিক। আজ (বৃহস্পতিবার) তাজরীন ট্র্যাজেডির চার বছর পূর্তি। ঘটনার পর থেকে মামলা চলছে। নিয়মিত হাজিরাও দিচ্ছেন মালিক দেলোয়ার হোসেন।

তবে যেসব শ্রমিক মামলাটি তদারকি করছেন, সুযোগ পেলেই তাদের নিয়ে দেলোয়ার হোসেন ‘টোন’ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সর্বশেষ মামলার তারিখে তাজরীনের মালিক তাচ্ছিল্যের সঙ্গে বলেন, ‘আমার কিসসু হবে না।’

এতোগুলো মানুষ হত্যার পর এ ধরনের দম্ভ দেখানোর সাহস কোথায় পান, তা নিয়ে কথা বলেছেন তিনি।

আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন গত ১৩ নভেম্বর আদালতে হাজিরার সময় বলেন, ‘আপনারা দেখেছেন, আমি কোথাও পালিয়ে যাইনি। আমার কী ফায়দা হলো। লস তো আমারই।’

কেন বিল্ডিং কোড না মেনে এধরনের একটা ফ্যক্টরি বানালেন,এ প্রশ্নের জবাবে ওই সময় তিনি বলেন, ‘সব কাগজপত্র তো ছিল। একটু ডেটটা পিছিয়ে গিয়েছিল। সেটাতো আমাদের দেশে হয়েই থাকে। আমাকে নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। কই রানাপ্লাজা নিয়ে তো কেউ এভাবে হেনস্তা হয়নি?’

তাজরীনের ওই ঘটনার বিষয়ে ভাবলে খারাপ লাগে কিনা, প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার চেয়ে আমার বেশি খারাপ লাগে। আমার ব্যবসা তো লাটে উঠেছে।’

শ্রমিকদের জন্য খারাপ লাগে না জানতে চাইলে তিনি হাসেন, আরও বলেন, ‘এটা এবার প্রথম ঘটলো? হায়াত-মউত আল্লাহর হাতে। আমি শ্রমিকদের ভালোবাসি। ভালোবাসি বলেই বোনাস দেওয়ার জন্য যন্ত্রপাতি বিক্রি করেছি, চাকরিচ্যুত করিনি।’

কিন্তু কিছু হবেন না বলছেন কেন, প্রশ্নে দেলোয়ার বলেন, ‘থাক এখন এসব বলবো না। তবে আগুনে পুড়ে ১১২ জনের মৃত্যুর দায় আমার ওপর চাপানো ঠিক হবে না। যারা শ্রমিকদের ঠিক সময় বের হতে দেয়নি, বাধা দিয়েছিলেন, তাদের বিচার হওয়া উচিত।’

মালিক হিসেবে তো সব দায় আপনারই হওয়া উচিত- এ প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, ‘অনেক খরচ করেছি। আমার যে দায় নাই সেটাই প্রমাণিত হবে।’

তাজরীনের মালিকের কাছে জানতে চাওয়া হয়, ২০০৮ সালে ‘আপনি ভবনটি আরেকজন গার্মেন্টস মালিকের কাছ থেকে কিনে নেন। তখন ভবনটি তিনতলা ছিল। ২০০৯ সালের শেষ দিকে সেখানে তাজরীন গার্মেন্টস চালু করেন এবং পরে ওপরে বাড়ান। ভবনের নিচতলায় একটি গুদাম থাকা কি বৈধ?’

জাবাবে তিনি বলেন, ‘তাহলে কি ছাদে রাখব? এই এনজিওগুলো যে আপনাদের মাথায় কী ঢুকায় আমি জানি না। আমার ভোগান্তি যা হওয়ার হইসে। আর কিসসু হবে না।’

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ২:০০ পিএম, ২৪ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

Share